বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, মাকে
হারানোর বেদনা এমন এক শূন্যতা তৈরি করেছে, যা শব্দে প্রকাশ করা অসম্ভব। তিনি জানান, জীবনের প্রথম শিক্ষক ও প্রিয় মা, তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে তিনি তাঁর বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে সমাহিত করেছেন—এই মুহূর্তটি তাঁর জীবনের সবচেয়ে বেদনাবিধুর সময়গুলোর একটি।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তারেক রহমান বলেন, গভীর শোকের মধ্যেও দেশের মানুষের বিপুল উপস্থিতি ও ভালোবাসা তাঁকে একা থাকতে দেয়নি। অসংখ্য নেতাকর্মী, শুভানুধ্যায়ী, আত্মীয়স্বজন ও সাধারণ মানুষের সহমর্মিতায় তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন।
তিনি বলেন, যেভাবে লক্ষাধিক মানুষ একত্রিত হয়ে শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়েছেন, তা প্রমাণ করে যে বেগম খালেদা জিয়া শুধু তাঁর পরিবারের নন, বরং বহু মানুষের কাছে তিনি একজন মাতৃস্বরূপ ব্যক্তিত্ব ছিলেন।
তারেক রহমান আরও জানান, দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ প্রতিনিধি, আন্তর্জাতিক কূটনীতিক ও উন্নয়ন সহযোগীরা সরাসরি উপস্থিত থেকে শ্রদ্ধা নিবেদন করেছেন। পাশাপাশি যেসব দেশ ও সংগঠন সমবেদনা জানিয়েছে, তাদের প্রতিও তিনি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এই শোকের সময়ে তিনি তাঁর বাবা শহীদ জিয়াউর রহমান এবং ভাই আরাফাত রহমান কোকোকেও গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তার ভাষায়, এত মানুষের ভালোবাসায় তিনি অনুভব করছেন—ব্যক্তিগত ক্ষতির বেদনা ছাপিয়ে পুরো দেশ যেন তাঁর বৃহৎ পরিবারে পরিণত হয়েছে।
মায়ের কর্মজীবনের কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, বেগম খালেদা জিয়া আজীবন মানুষের কল্যাণে কাজ করেছেন। সেই দায়িত্ব ও আদর্শের উত্তরাধিকার বহনের দায় তিনি গভীরভাবে অনুভব করছেন এবং দৃঢ় মনোভাব নিয়ে তাঁর অসমাপ্ত পথচলা এগিয়ে নেওয়ার চেষ্টা করবেন।
শেষে তিনি প্রার্থনা করেন, আল্লাহ যেন তাঁর মাকে শান্তি দান করেন এবং তাঁর রেখে যাওয়া ত্যাগ, ভালোবাসা ও উদারতার আদর্শ থেকেই জাতি শক্তি, ঐক্য ও দেশপ্রেমের অনুপ্রেরণা লাভ করে।
এসআর
মন্তব্য করুন: