বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে ইচ্ছাকৃতভাবে বঞ্চিত করা হয়েছে, যার পরিণতিতেই তাঁর মৃত্যু ঘটে।
এ ঘটনার দায় থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কখনো মুক্তি পাবেন না বলেও মন্তব্য করেন তিনি।
বুধবার (৩১ ডিসেম্বর) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হওয়ার আগে তাঁর রাজনৈতিক জীবন ও অবদান নিয়ে দেওয়া লিখিত বক্তব্যে নজরুল ইসলাম খান এসব কথা বলেন।
তিনি জানান, রাজনৈতিক প্রতিহিংসা ও ব্যক্তিগত আক্রোশের কারণে মিথ্যা মামলায় ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে কারাবন্দি করা হয় এবং দীর্ঘ সময় তাঁকে কারাগারে রাখা হয়। এ সময় প্রয়োজনীয় চিকিৎসা না পাওয়ায় তাঁর শারীরিক অবস্থার মারাত্মক অবনতি ঘটে।
নজরুল ইসলাম খান বলেন, দেশবাসী প্রত্যক্ষ করেছে—সুস্থ অবস্থায় কারাগারে যাওয়া খালেদা জিয়া বের হন গুরুতর অসুস্থ হয়ে।
তিনি আরও বলেন, কারামুক্তির পর টানা চার বছর গৃহবন্দি অবস্থায় থেকেও দেশি ও আন্তর্জাতিক বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ উপেক্ষা করে তাঁকে বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ দেওয়া হয়নি। এতে তাঁর শারীরিক জটিলতা ক্রমেই বাড়তে থাকে এবং শেষ পর্যন্ত তিনি মৃত্যুবরণ করেন।
নজরুল ইসলাম খান বলেন, এই মৃত্যুর দায় ইতিহাসে সংরক্ষিত থাকবে এবং ফ্যাসিবাদী শাসনের নেতৃত্ব কোনোভাবেই এর দায় অস্বীকার করতে পারবে না।
এসআর
মন্তব্য করুন: