[email protected] সোমবার, ৫ জানুয়ারি ২০২৬
২২ পৌষ ১৪৩২

মায়ের কোন কথায় কিংবা ব্যবহারে কষ্ট পেয়ে থাকলে ক্ষমা প্রার্থনা : তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২৫ ৩:২৫ পিএম

সংগৃহীত ছবি

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বুধবার তার জানাজা শেষে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি সবার কাছে তাঁর মায়ের আত্মার মাগফিরাত কামনায় দোয়া চান।

বক্তব্যে তারেক রহমান বলেন, তিনি মরহুমা বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান। জীবদ্দশায় তাঁর মা যদি কারও কাছ থেকে কোনো ঋণ বা দেনা নিয়ে থাকেন, সে বিষয়ে জানালে তিনি নিজ দায়িত্বে তা পরিশোধ করবেন বলে আশ্বস্ত করেন।


তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়ার কোনো আচরণ বা বক্তব্যে কেউ যদি কষ্ট পেয়ে থাকেন, সে জন্য তিনি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছেন।


শেষে তারেক রহমান দেশবাসীর কাছে তাঁর মায়ের জন্য দোয়া চেয়ে বলেন, সবাই যেন তাঁর জন্য দোয়া করেন—আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর