[email protected] সোমবার, ৫ জানুয়ারি ২০২৬
২২ পৌষ ১৪৩২

শেষবার গুলশানের বাসভবনে খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২৫ ১১:০৮ এএম

সংগৃহীত ছবি

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মরদেহ আজ বুধবার সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের একটি বাসভবনে নেওয়া হয়েছে।

সকাল সোয়া ৯টার পর শেষবারের মতো তাঁকে গুলশানে আনা হয়। মরদেহটি তাঁর দীর্ঘদিনের বাসস্থান ‘ফিরোজা’য় নেওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গুলশান অ্যাভিনিউয়ের ১৯৬ নম্বর বাসায় নেওয়া হয়।

এ সময় পুরো বাসভবন এলাকা ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), সেনাবাহিনীসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সমন্বয়ে একটি নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়।


এর আগে সকাল ৯টার কিছু আগে সর্বোচ্চ নিরাপত্তার মধ্য দিয়ে বেগম খালেদা জিয়ার মরদেহবাহী গাড়ি হাসপাতাল থেকে রওনা হয়। গাড়িটি জাতীয় পতাকা লাল-সবুজে আচ্ছাদিত ছিল।


উল্লেখ্য, বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা আজ বাদ জোহর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত হবে।

জানাজা পরিচালনা করবেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেক।

জানাজা শেষে তাঁকে তাঁর স্বামী শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হবে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর