বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও প্রয়াত বেগম খালেদা জিয়ার
রাষ্ট্রীয় মর্যাদায় অনুষ্ঠিত জানাজায় অংশ নিতে ঢাকায় আসছেন। মালদ্বীপের রাষ্ট্রপতি ড. মোহাম্মদ মুইজ্জুর বিশেষ প্রতিনিধি হিসেবে তিনি এই সফর করছেন বলে জানিয়েছে মালদ্বীপে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন।
এ উপলক্ষে মালদ্বীপের রাষ্ট্রপতি ড. মোহাম্মদ মুইজ্জু বাংলাদেশের সরকার ও জনগণের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। সফরকালে ড. আলী হায়দার আহমেদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে। পাশাপাশি তিনি প্রয়াত নেত্রীর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গেও সাক্ষাৎ করবেন।
এই সাক্ষাৎগুলোতে তিনি মালদ্বীপের রাষ্ট্রপতি, সরকার ও জনগণের পক্ষ থেকে আন্তরিক সমবেদনা পৌঁছে দেবেন। বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে, এই সফর বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যকার বন্ধুত্বপূর্ণ ও সুসম্পর্কেরই বহিঃপ্রকাশ। একই সঙ্গে শোকবার্তা পাঠানোর জন্য মালদ্বীপ সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতাও জানানো হয়েছে।
এসআর
মন্তব্য করুন: