[email protected] সোমবার, ৫ জানুয়ারি ২০২৬
২২ পৌষ ১৪৩২

আজ দুপুর ২ টায় খালেদার জানাজা, জিয়া উদ্যানেই দাফন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২৫ ৫:৪১ এএম

সংগৃহীত ছবি

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা আজ বুধবার বাদ জোহর বেলা ২টায় রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় অনুষ্ঠিত হবে।

জানাজা শেষে বিকেল সাড়ে ৩টার দিকে তাঁকে পূর্ণ রাষ্ট্রীয় সম্মান প্রদর্শনের মাধ্যমে রাজধানীর জিয়া উদ্যানে তাঁর স্বামী শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হবে।

বেগম খালেদা জিয়ার জানাজা পড়াবেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেক। জানাজায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাবৃন্দ, কূটনীতিকসহ দেশি-বিদেশি বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেবেন।
দাফনে সাধারণ মানুষের প্রবেশে নিষেধাজ্ঞা
প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, নিরাপত্তাজনিত কারণে দাফন ও সংশ্লিষ্ট আনুষ্ঠানিকতায় সাধারণ জনগণের প্রবেশ সীমিত রাখা হয়েছে। কেবল আমন্ত্রিত ব্যক্তি ও সংশ্লিষ্টদের দাফনস্থলে প্রবেশের অনুমতি দেওয়া হবে। পাশাপাশি জানাজা ও দাফনস্থলে কোনো ধরনের ব্যাগ বা ভারী সামগ্রী বহন না করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
সর্বোচ্চ নিরাপত্তা ও রাষ্ট্রীয় সম্মান
প্রেস সচিব শফিকুল আলম জানান, সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করে আজ সকালে এভারকেয়ার হাসপাতাল থেকে বেগম খালেদা জিয়ার মরদেহ সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আনা হবে। এ সময় পুরো পথে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকবে।
তিনি আরও বলেন, জানাজা ও দাফন অনুষ্ঠান রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হবে এবং বাংলাদেশ টেলিভিশনে তা সম্প্রচার করা হবে। আইনশৃঙ্খলা রক্ষায় প্রায় ১০ হাজার সদস্য দায়িত্ব পালন করবেন। গুরুত্বপূর্ণ স্থানে সেনাবাহিনীও মোতায়েন থাকবে। বিএনপির সঙ্গে সমন্বয়ের মাধ্যমে পুরো আয়োজন সম্পন্ন করা হচ্ছে।
জানাজা পরিচালনা করবেন নজরুল ইসলাম খান
এদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, জানাজার সার্বিক কার্যক্রম পরিচালনার দায়িত্ব পালন করবেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি সবার প্রতি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে জানাজায় অংশগ্রহণের আহ্বান জানান।
জানাজা ও দাফনে প্রধান উপদেষ্টাসহ দেশি-বিদেশি বহু গুরুত্বপূর্ণ ব্যক্তি অংশ নেবেন বলে জানানো হয়েছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর