[email protected] সোমবার, ৫ জানুয়ারি ২০২৬
২২ পৌষ ১৪৩২

কর্মসূচি স্থগিত করে নতুন নির্দেশনা দিল ইনকিলাব মঞ্চ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২৫ ৩:৪০ এএম

সংগৃহীত ছবি

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা উপলক্ষে পূর্বঘোষিত কর্মসূচি স্থগিত করেছে ইনকিলাব মঞ্চ।

বুধবার (৩১ ডিসেম্বর) বাদ জোহর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দিবাগত রাত ১২টা ৫১ মিনিটে ইনকিলাব মঞ্চের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বুধবার দুপুর ২টায় মানিক মিয়া অ্যাভিনিউ ও জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা এলাকায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে।

এ উপলক্ষে ইনকিলাব মঞ্চের সব কর্মসূচি সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।
এ ছাড়া দলটির পক্ষ থেকে সর্বসাধারণকে বেগম খালেদা জিয়ার জানাজায় উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর