প্রধান উপদেষ্টার অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপির তিন নেতা।
আজ বুধবার সকাল সাড়ে ১০ টায় তারা যমুনায় গিয়ে তাঁর সঙ্গে এ সাক্ষাৎ করেন।
এ সময় রাষ্ট্রপতি নিয়ে সৃষ্ট জটিলতার বিষয়ে বিএনপি তাদের অবস্থান স্পষ্ট করেছে বলে জানা গেছে।
বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৈধূরী ও সালাহউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অপসারণ নিয়ে এখন রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা রয়েছে।
এরই মধ্যে বিএনপির এই তিন বড় নেতার প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করার বিষয়টি তাই কৌতুহল তৈরি করেছে।
যমুনা থেকে বের হয়ে আসার পর বিএনপির নেতাদেরও প্রশ্ন করা হয়, তাঁদের আলোচনায় রাষ্ট্রপতির অপসারণের বিষয়টি ছিল কি না।
সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে নজরুল ইসলাম খান বলেন, দেশে যাতে নতুন করে সাংবিধানিক সংকট না সৃষ্টি হয়, সে জন্য তাঁরা খেয়াল রাখতে বলেছেন।
এসআর
মন্তব্য করুন: