[email protected] সোমবার, ৫ জানুয়ারি ২০২৬
২২ পৌষ ১৪৩২

এনসিপির নেত্রীকে পুড়িয়ে মারার হুমকি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২৫ ৮:৪৩ পিএম

ডা. মাহমুদা মিতু

ঝালকাঠি-১ (রাজাপুর–কাঁঠালিয়া) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও দলের যুগ্ম সদস্যসচিব ডা. মাহমুদা মিতুকে পুড়িয়ে মারার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।

ফোনকলের মাধ্যমে তাঁকে বারবার ভয়ভীতি দেখানো হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে ডা. মিতু জানান, বিদেশি একটি নম্বর থেকে নিয়মিতভাবে প্রাণনাশের হুমকি আসছে। তাঁর দাবি, প্রতিদিন নতুন করে ফোন করে পুড়িয়ে বা কুপিয়ে হত্যার ভয় দেখানো হচ্ছে।

স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন, দীর্ঘদিন বিষয়টি প্রকাশ না করলেও রাজনৈতিক জোট ও নির্বাচনী কার্যক্রমের ঘোষণা আসার পর তাঁর বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার এবং চরিত্রহননের চেষ্টা শুরু হয়েছে।

তিনি অভিযোগ করেন, রাজনৈতিক প্রতিপক্ষ এসব অপতৎপরতায় জড়িত।


ডা. মাহমুদা মিতু আরও বলেন, এসব হুমকিতে তিনি আতঙ্কিত নন এবং সমর্থকদেরও বিচলিত না হওয়ার আহ্বান জানান।

একই সঙ্গে তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, ভবিষ্যতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ভুয়া ভিডিও বা সম্পাদিত ছবি ছড়িয়ে দেওয়ার মতো ঘটনাও ঘটতে পারে।
সবশেষে তিনি নিরাপত্তা ও ন্যায়বিচারের জন্য সবার কাছে দোয়া কামনা করেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর