সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মরদেহ বহনের সময় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
মরদেহবাহী গাড়ির নিরাপত্তায় প্রায় ১০ হাজার পুলিশ ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্য দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
মঙ্গলবার আইনশৃঙ্খলা কমিটির বৈঠক শেষে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব তথ্য জানান। তিনি আরও বলেন, গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর এলাকাগুলোতে সেনাবাহিনীর সদস্যদেরও মোতায়েন করা হবে।
শফিকুল আলম জানান, বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন করা হবে। জানাজা অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা, উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দসহ দেশি-বিদেশি কূটনীতিকরা উপস্থিত থাকবেন।
এসআর
মন্তব্য করুন: