protidinerbangla22@gmail.com মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫
২৪ চৈত্র ১৪৩১

ঢাবিতে কালো মুখোশে আওয়ামী লীগের ঝটিকা মিছিল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৪ ১:২৫ পিএম
আপডেট: ২৩ অক্টোবর ২০২৪ ১:২৮ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ে আওয়ামী লীগের ঝটিকা মিছিল

ঢাকা বিশ্ববিদ্যালয়ে আওয়ামী লীগের ঝটিকা মিছিল

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) কালো ক্যাপ ও মুখোশ পরে আওয়ামী লীগের পক্ষে একটি ঝটিকা মিছিল করেছে ৮-১০ জনের একটি দল।

বুধবার (২৩ অক্টোবর) সকালে তারা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে থেকে মিছিল শুরু করে কলাভবনের পিছন দিয়ে শ্যাডোর দিকে যেতে দেখা যায় একটি ভিডিও ক্লিপে।

৪৬ সেকেন্ডের এই ভিডিও ক্লিপটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে তাদের ‘হঠাও ইউনূস বাঁচাও দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’; ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’; ‘মুজিব তোমায় দেখা যায়, লাল সবুজের পতাকায়’; ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ ইত্যাদি সংবলিত স্লোগান দিতে দেখা যায়।

উল্লেখ্য, ছাত্র-জনতার অভ্যুত্থানের প্রেক্ষিতে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আওয়ামী লীগের পক্ষে এটাই প্রথম মিছিল।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর