[email protected] সোমবার, ৫ জানুয়ারি ২০২৬
২২ পৌষ ১৪৩২

সংসদ ভবনে নেওয়া হবে খালেদা জিয়ার মরদেহ, জানালেন প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২৫ ৩:১২ পিএম

সংগৃহীত ছবি

বিএনপির চেয়ারপারসন ও দেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মরদেহ পূর্ণ রাষ্ট্রীয় সম্মান প্রদর্শনের মাধ্যমে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে জাতীয় সংসদ ভবনে নেওয়া হবে।

এ উপলক্ষে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে সরকার।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এসব তথ্য জানান।
তিনি বলেন, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। সকালে এভারকেয়ার হাসপাতাল থেকে মরদেহ সংসদ ভবনে আনা হবে এবং জানাজা ও দাফনসহ প্রতিটি আনুষ্ঠানিকতা পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন করা হবে। এ ক্ষেত্রে সর্বোচ্চ সম্মান ও আন্তরিকতা বজায় রাখা হবে।
প্রেস সচিব আরও জানান, মরদেহ বহনের পুরো রুটজুড়ে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা থাকবে। ঢাকা মহানগর পুলিশের প্রায় ১০ হাজার সদস্য মোতায়েন করা হবে। পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করবেন। এ সময় বিএনপিকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়া হবে বলেও জানান তিনি।
গণমাধ্যম প্রসঙ্গে শফিকুল আলম বলেন, জানাজার আনুষ্ঠানিকতা বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলো সম্প্রচার করতে পারবে। তবে দাফনের কার্যক্রম সরাসরি সম্প্রচার করবে শুধু বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)।
উল্লেখ্য, মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
১৯৪৫ সালে ভারতের জলপাইগুড়ি জেলায় (তৎকালীন ব্রিটিশ ভারতের বৃহত্তর দিনাজপুর অঞ্চল) জন্মগ্রহণ করেন খালেদা জিয়া। তাঁর পিতা ছিলেন একজন ব্যবসায়ী। সেনা কর্মকর্তা জিয়াউর রহমানের সঙ্গে বিবাহসূত্রে আবদ্ধ হওয়ার পর থেকেই তিনি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের নানা গুরুত্বপূর্ণ অধ্যায়ের সঙ্গে সম্পৃক্ত হয়ে পড়েন।
মুক্তিযুদ্ধকালীন সময়ে বন্দিজীবন কাটানো দুই সন্তানের জননী খালেদা জিয়া পরবর্তীতে সেনাপ্রধান ও রাষ্ট্রপতির সহধর্মিণী হিসেবে ভিন্নধর্মী জীবন অভিজ্ঞতা অর্জন করেন। স্বামী প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিহত হওয়ার পর অল্প বয়সেই বিধবা হন তিনি।
এরপর রাজনীতিতে সক্রিয় হয়ে কোনো পূর্ব অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির নেতৃত্ব গ্রহণ করেন খালেদা জিয়া। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি একাধিকবার রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত হয়ে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর