[email protected] সোমবার, ৫ জানুয়ারি ২০২৬
২২ পৌষ ১৪৩২

বেগম খালেদা জিয়া আর নেই

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২৫ ৭:২৭ এএম

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার

মৃত্যুর খবর প্রকাশ করা হয়েছে। জানানো হয়, মঙ্গলবার ভোরের পর সকাল ৬টার দিকে তিনি ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
দলটির মিডিয়া সেল ও বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পৃথক বার্তায় বলা হয়, ফজরের নামাজের পরপরই তার মৃত্যু হয়। পোস্টগুলোতে তার আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়।
উল্লেখ্য, খালেদা জিয়া গত ২৩ নভেম্বর থেকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তিনি আইসিইউতে ছিলেন এবং তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন বলে দলের স্থায়ী কমিটির সদস্য ও ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছিলেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর