রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে রাতে সেখানে যান তারেক রহমানসহ পরিবারের সদস্যরা।
সোমবার রাত আনুমানিক ১০টা ১০ মিনিটে তারা হাসপাতালে পৌঁছান বলে জানা গেছে।
এর আগে, লন্ডন থেকে দেশে ফেরার পর গত বৃহস্পতিবার প্রথমবারের মতো মাকে দেখতে হাসপাতালে যান তারেক রহমান। এরপর শনিবার থেকে তিনি নিয়মিতভাবে হাসপাতালে উপস্থিত হচ্ছেন।
সোমবার তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমানও সকালে, বিকেলে এবং রাতে একাধিকবার হাসপাতালে যান।
এদিন খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে যান তার বড় বোন সেলিনা ইসলাম, ছোট ভাই শামীম এস্কান্দার, তারেক রহমানের কন্যা জাইমা রহমান এবং প্রয়াত আরাফাত রহমান কোকোর মেয়ে জাহিয়া রহমান। পরে রাত ১০টা ২৩ মিনিটের দিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও হাসপাতালে যান।
উল্লেখ্য, ৮০ বছর বয়সি খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদ্রোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনি সমস্যাসহ বিভিন্ন জটিলতায় ভুগছেন। গত ২৩ নভেম্বর থেকে তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দেশি ও বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত একটি মেডিকেল বোর্ড তার চিকিৎসা তদারকি করছে।
চিকিৎসকদের তথ্যমতে, তার ডায়াবেটিস, কিডনি, হৃদ্যন্ত্র ও ফুসফুসজনিত সমস্যার অবস্থা ওঠানামা করছে এবং নিয়মিত প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে চিকিৎসা কার্যক্রম চালানো হচ্ছে।
এসআর
মন্তব্য করুন: