[email protected] সোমবার, ৫ জানুয়ারি ২০২৬
২২ পৌষ ১৪৩২

জামায়াতের নেতৃত্বাধীন ১০ দলীয় জোটে এনসিপির যেসব নাম আলোচনায়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২৫ ৭:৪৯ পিএম

সংগৃহীত ছবি

রাজনৈতিক পরিবর্তনের পর উদ্ভূত প্রত্যাশা বাস্তবায়নে বৃহত্তর ঐক্য গঠনের অংশ হিসেবে জামায়াত ইসলামীর সঙ্গে রাজনৈতিক জোটে যুক্ত হয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

রোববার রাতে রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

দলীয় সূত্রগুলো জানায়, আসন্ন নির্বাচনে জোটগত সমঝোতার ভিত্তিতে রাজধানী ঢাকা ও দেশের বিভিন্ন সংসদীয় আসনে এনসিপির একাধিক নেতা প্রার্থী হতে পারেন।

১০ দলীয় জোটের আসন বণ্টন আলোচনার অংশ হিসেবে কয়েকটি আসনে সম্ভাব্য প্রার্থীদের নাম নিয়ে প্রাথমিক আলোচনা সম্পন্ন হয়েছে।

ঢাকার আসনগুলোর মধ্যে ঢাকা-১১ আসনে নাহিদ ইসলাম, ঢাকা-৯ আসনে জাভেদ রাসিন, ঢাকা-২০ আসনে ইঞ্জিনিয়ার নাবিলা তাহসিন, ঢাকা-১৯ আসনে দিলশানা পারুল এবং ঢাকা-৮ আসনে নাসিরুদ্দিন পাটোয়ারীর নাম সম্ভাব্য তালিকায় রয়েছে বলে জানা গেছে।

রাজধানীর বাইরে পঞ্চগড়-১ আসনে সার্জিস আলম, দিনাজপুর-৬ আসনে আব্দুল আহাদ, রংপুর-৪ আসনে আখতার হোসেন, কুড়িগ্রাম-২ আসনে আতিক মুজাহিদ ও সিরাজগঞ্জ-৬ আসনে সাইফ মুস্তাফিজের নাম নিয়েও আলোচনা চলছে।

এছাড়া ব্রাহ্মণবাড়িয়া থেকে আশরাফউদ্দিন মাহদি, নারায়ণগঞ্জে আব্দুল্লাহ আল আমিন, বান্দরবানে সুজাউদ্দৌলা, কুমিল্লায় হাসনাত আবদুল্লাহ, নোয়াখালীতে হান্নান মাসুদ ও সুলতান জাকারিয়া, নেত্রকোনা-১১ আসনে ডা. জাহেদুল, বরিশালে আরিফ আদিব, ঝালকাটিতে ডা. মাহমুদা মিতু, লক্ষ্মীপুরে মাহবুব আলম এবং নরসিংদীতে সরোয়ার তুষারের নাম প্রাথমিকভাবে বিবেচনায় রয়েছে।
জোট সংশ্লিষ্ট নেতারা জানান, মৌলভীবাজারে প্রীতম দাশ, চট্টগ্রামে জোবায়রুল আরিফ, নাটোরে জার্জিস কাদের এবং চুয়াডাঙ্গায় মোল্লা ফারুক এহসানের নামও আসন সমঝোতার আলোচনায় রয়েছে।
তবে এনসিপির দায়িত্বশীল সূত্রগুলো বলছে, এ তালিকা এখনো চূড়ান্ত নয়। জোটের শরিক দলগুলোর সঙ্গে চলমান আলোচনার ওপর ভিত্তি করে প্রার্থীতালিকায় সংযোজন বা পরিবর্তন হতে পারে। এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা সোমবার সন্ধ্যায় দেওয়ার প্রস্তুতি রয়েছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর