দীর্ঘ বিরতির পর বিএনপির নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
সোমবার বিকেল চারটার পর তিনি দলীয় কার্যালয়ে প্রবেশ করেন।
প্রায় ১৭ বছরের বেশি সময় পর গত ২৫ ডিসেম্বর লন্ডন থেকে দেশে ফেরেন তারেক রহমান।
দেশে ফিরে এই প্রথম তিনি নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে গেলেন।
তার আগমনকে ঘিরে কার্যালয় এলাকায় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়। স্লোগান ও করতালির মাধ্যমে তারা প্রিয় নেতাকে স্বাগত জানান।
দলীয় সূত্র জানায়, নয়াপল্টনের কার্যালয়ের দ্বিতীয় তলায় তারেক রহমানের ব্যবহারের জন্য একটি চেম্বার প্রস্তুত করা হয়েছে।
এর আগে রোববার (২৭ ডিসেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে গিয়ে দলীয় কার্যক্রম পরিচালনা করেন তিনি।
এদিকে তারেক রহমানের নয়াপল্টনে আসার খবরে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে হাজারো নেতাকর্মী জড়ো হন। এক নজর নেতাকে দেখার আশায় তারা দীর্ঘ সময় ধরে অপেক্ষা করেন।
এসআর
মন্তব্য করুন: