[email protected] সোমবার, ৫ জানুয়ারি ২০২৬
২২ পৌষ ১৪৩২

হাসনাত আবদুল্লাহকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২৫ ১:৩২ পিএম

সংগৃহীত ছবি

আসন সমঝোতার অংশ হিসেবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহকে সমর্থন জানিয়ে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে নিজের প্রার্থিতা প্রত্যাহার করেছেন জামায়াতে ইসলামীর প্রার্থী সাইফুল ইসলাম শহীদ।

রোববার (২৮ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।
এ বিষয়ে কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদ বলেন, দলীয় কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী বৃহত্তর রাজনৈতিক ঐক্য এবং দেশের স্বার্থ বিবেচনায় নিয়ে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। তিনি বলেন, “আমরা দেশ, মানুষ ও দ্বীন প্রতিষ্ঠার লক্ষ্যে রাজনীতি করি। সংগঠনের সিদ্ধান্ত বাস্তবায়ন করা আমাদের জন্য বাধ্যতামূলক।”
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে দেওয়া বার্তায় তিনি আরও বলেন, দীর্ঘ কয়েক মাস ধরে জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা তার নির্বাচনী কার্যক্রমে নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন। এ জন্য তিনি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও সবাইকে ঐক্যবদ্ধভাবে আদর্শিক আন্দোলনে কাজ করার আহ্বান জানান।
এর আগে একই দিন বিকেলে ঢাকার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান জামায়াতের নেতৃত্বে ১০ দলীয় রাজনৈতিক জোটের ঘোষণা দেন। নতুন এই জোটে যুক্ত হয়েছে কর্নেল (অব.) অলি আহমদের নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
জোটে অন্তর্ভুক্ত অন্যান্য দলগুলো হলো— জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ (চরমোনাই পীরের দল), খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি।
রাজনৈতিক সূত্রে জানা গেছে, এই জোটের সমঝোতার আওতায় জাতীয় নাগরিক পার্টি ৩০ থেকে ৩৫টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পেতে পারে। এর মধ্যে রাজধানী ঢাকার অন্তত পাঁচটি আসন রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর