[email protected] সোমবার, ৫ জানুয়ারি ২০২৬
২২ পৌষ ১৪৩২

হাদীর ঢাকা ৮ আসনে লড়বে এনসিপির নাসিরুদ্দিন পাটওয়ারী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২৫ ২:৫১ এএম

সংগৃহীত ছবি

দুর্বৃত্তের গুলিতে নিহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির নির্বাচনি এলাকা ঢাকা-৮ আসনে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

এ আসনে দলটির হয়ে নির্বাচন করবেন নাসিরুদ্দিন পাটওয়ারী।

এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছে, দলটির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটওয়ারী ‘শাপলা কলি’ প্রতীক নিয়ে ঢাকা-৮ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
রোববার (২৮ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেন এনসিপির যুগ্ম মুখপাত্র আরিফুর রহমান তুহিন।

তিনি বলেন, শহীদ ওসমান হাদির রাজনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্র ছিল ঢাকা-৮ এলাকা। সেই ধারাবাহিকতায় এ আসনে নাসিরুদ্দিন পাটওয়ারীকে প্রার্থী হিসেবে বেছে নেওয়া হয়েছে।

তিনি আরও উল্লেখ করেন, গণআন্দোলন ও রাজনৈতিক সংগ্রামে সক্রিয় ভূমিকার কারণে নাসিরুদ্দিন পাটওয়ারীকে এই আসনে দলের প্রতিনিধিত্ব করার দায়িত্ব দেওয়া হয়েছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর