শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচার ও জড়িতদের গ্রেপ্তারের দাবিতে টানা তৃতীয় দিনের মতো রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ চালিয়েছে ইনকিলাব মঞ্চ।
রোববার (২৮ ডিসেম্বর) দুপুর ২টার দিকে পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে সংগঠনটির নেতাকর্মীরা শাহবাগে অবস্থান নেন।
দিনভর কর্মসূচির পর রাতে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে চার দফা দাবি তুলে ধরা হয়। একই সঙ্গে ভবিষ্যৎ আন্দোলন কর্মসূচির ঘোষণাও দেওয়া হয়।
ঘোষিত দাবিগুলো হলো—
১. শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডে সরাসরি জড়িত ও সহযোগীদের দ্রুত গ্রেপ্তার করে ২৪ দিনের মধ্যে বিচারিক প্রক্রিয়ার আওতায় আনতে হবে।
২. বাংলাদেশে কর্মরত ভারতীয় নাগরিকদের ওয়ার্কার্স পারমিট বাতিলের ব্যবস্থা নিতে হবে।
৩. সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ যেসব ব্যক্তি গুম ও হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত থেকে বর্তমানে ভারতে অবস্থান করছেন, তাদের দেশে ফিরিয়ে আনতে হবে; ভারত আশ্রয় দিলে আন্তর্জাতিক আদালতে আইনি পদক্ষেপ নিতে হবে।
৪. আইনশৃঙ্খলা বাহিনীতে দায়িত্বে থেকে বিভ্রান্তিকর তথ্য প্রদানকারীদের এবং আত্মগোপনে থাকা আওয়ামী লীগ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করতে হবে।
এদিকে কর্মসূচির অংশ হিসেবে রোববার রাত ১০টায় দিনের মতো অবস্থান কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করা হয়। তবে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, আজ সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর ২টায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের শাহবাগে অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
এসআর
মন্তব্য করুন: