ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে নিজের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন নওগাঁ-৫ (সদর) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন।
তিনি ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি এ ঘোষণা দেন।
ফেসবুক পোস্টে মনিরা শারমিন জানান, নতুন রাজনৈতিক বন্দোবস্তের আকাঙ্ক্ষা থেকে গড়ে ওঠা এনসিপিকে তিনি গণঅভ্যুত্থান–পরবর্তী মধ্যপন্থি রাজনীতির গুরুত্বপূর্ণ ভরসাস্থল হিসেবে দেখেছিলেন।
তিনি বলেন, দলের মনোনয়ন পাওয়ার আগে তিনি জানতেন না যে এনসিপি জামায়াতে ইসলামীর সঙ্গে ৩০টি আসনে নির্বাচনী সমঝোতায় যাবে। তার ধারণা ছিল, দলটি ৩০০ আসনে এককভাবে নির্বাচনে অংশ নেবে।
তিনি লেখেন, দলের অবস্থান পরিবর্তিত হওয়ায় তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। “আমি এনসিপির স্বতন্ত্র শক্তিতে বিশ্বাসী। দলের প্রতি দায়বদ্ধতা ভঙ্গ করিনি, তবে এই মুহূর্তে গণঅভ্যুত্থান ও দেশের মানুষের প্রতি দায়বদ্ধতাই আমার কাছে বড়,”—উল্লেখ করেন তিনি।
ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে পাওয়া নির্বাচনি অনুদান ফেরত দেওয়ার বিষয়েও প্রতিশ্রুতি দেন মনিরা শারমিন। তিনি বলেন, যারা এনসিপির স্বতন্ত্র রাজনৈতিক অবস্থান দেখে অনুদান দিয়েছেন এবং অর্থ ফেরত চান, তাদের সবাইকে দ্রুত বিকাশের মাধ্যমে টাকা ফেরত দেওয়া হবে।
তিনি আরও লেখেন, “আমি ক্ষমতার রাজনীতি করতে আসিনি। রাজনীতি পরিবর্তনের কথা বলে আসন ভাগাভাগি করে ক্ষমতায় গিয়ে মানুষের সঙ্গে বেইনসাফি করতে চাই না। নতুন রাজনীতির পক্ষে জনতার কণ্ঠস্বর হয়েই কথা বলে যাব।
দল ছাড়ার বিষয়ে স্পষ্ট করে তিনি জানান, আপাতত এনসিপি থেকে পদত্যাগ করার কোনো সিদ্ধান্ত তিনি নেননি। তবে নিজের নৈতিকতা বিসর্জন দিয়ে রাজনীতি কিংবা ক্ষমতায় যাওয়ার আগ্রহ তার নেই বলেও উল্লেখ করেন।
উল্লেখ্য, গত ১০ ডিসেম্বর নওগাঁ-৫ (সদর) আসনে মনিরা শারমিনকে এনসিপির প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছিল।
এসআর
মন্তব্য করুন: