[email protected] সোমবার, ৫ জানুয়ারি ২০২৬
২২ পৌষ ১৪৩২

৩ জানুয়ারির মহাসমাবেশ স্থগিত করেছে জামায়াত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০২৫ ১১:৩২ পিএম

সংগৃহীত ছবি

আগামী ৩ জানুয়ারি ঢাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর পূর্বঘোষিত মহাসমাবেশ স্থগিত করা হয়েছে।

রোববার (২৮ ডিসেম্বর) দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।

বিবৃতিতে তিনি জানান, ৩ জানুয়ারি দেশের নয়টি কৃষি ও কৃষি-প্রাধান্য বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কারণে ওই দিনের মহাসমাবেশ স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মিয়া গোলাম পরওয়ার বলেন, শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষার বিষয়টি বিবেচনায় রেখে এবং সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে বাংলাদেশ জামায়াতে ইসলামী এই সিদ্ধান্ত গ্রহণ করেছে।

উল্লেখ্য, আগামী ৩ জানুয়ারি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছিল বাংলাদেশ জামায়াতে ইসলামী।
মহাসমাবেশ সফল করার লক্ষ্যে এর আগে শনিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় দলটির কেন্দ্রীয় কার্যালয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে সংগঠনের নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি জেনারেলসহ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর