ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জরুরি সংবাদ
সম্মেলনের ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, রোববার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে রাজধানীর বাংলামোটরে অবস্থিত রূপায়ন টাওয়ারের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
এনসিপির যুগ্ম সদস্যসচিব ও মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীন এক বার্তায় জানান, সংবাদ সম্মেলনে দলের শীর্ষ পর্যায়ের নেতারা উপস্থিত থাকবেন।
এরই মধ্যে রাজনৈতিক অঙ্গনে আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। জামায়াতে ইসলামীর নেতৃত্বে গঠিত আট দলীয় রাজনৈতিক জোটে নতুন করে আরও দুটি দল যুক্ত হয়েছে। সদ্য যুক্ত হওয়া দল দুটি হলো— কর্নেল (অব.) অলি আহমদের নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
রোববার বিকেল ৫টায় জাতীয় প্রেস ক্লাবে আট দলীয় জোটের আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সেখানে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আনুষ্ঠানিকভাবে নতুন দুই দলের নাম ঘোষণা করেন। তবে ওই সংবাদ সম্মেলনে এনসিপির কোনো নেতা উপস্থিত ছিলেন না।
ডা. শফিকুর রহমান জানান, সংবাদ সম্মেলনের কিছুক্ষণ আগেই এনসিপির সঙ্গে তাদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং সেখানে জোটে যুক্ত হওয়ার বিষয়ে সমঝোতা হয়েছে। তিনি আরও বলেন, এনসিপি তাদের অবস্থান ও সিদ্ধান্ত আজ রাতের মধ্যেই আলাদা সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জানাবে।
এসআর
মন্তব্য করুন: