বিএনপি ছাড়া অন্য কোনো রাজনৈতিক দল ক্ষমতায় এসে দেশকে স্থিতিশীলভাবে পরিচালনা করতে পারবে নাবলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।
শনিবার (২৭ ডিসেম্বর) রাতে গলাচিপা বিএনপি কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। সভায় বিএনপি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে নুরুল হক নুরকে জয়ী করতে কাজ করার অঙ্গীকার করেন।
মতবিনিময় সভায় নুরুল হক নুর বলেন, ‘সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের বিভ্রান্তিকর কথা ছড়ানো হচ্ছে। গণঅধিকার পরিষদের সঙ্গে দুটি আসনে সমঝোতা হয়নি—এ নিয়ে ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে।
সময় হলে আপনারা দেখতে পাবেন, বিএনপি আমাদের কীভাবে মূল্যায়ন করে। আমরা সবাই তারেক রহমানকে চিনি ও জানি—তিনি কথা দিলে কথা রাখেন। তার সঙ্গে আমাদের যে কমিটমেন্ট হয়েছে, তা প্রকাশ্যে বলা হবে না।
এসআর
মন্তব্য করুন: