আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ আসন থেকে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান।
একই সঙ্গে পটুয়াখালী-৩ আসনে দলীয় প্রতীক ট্রাক নিয়ে নির্বাচনে লড়বেন সংগঠনটির সভাপতি নুরুল হক নুর।
শুক্রবার (২৬ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে এ তথ্য জানান নুরুল হক নুর।
পোস্টে তিনি লেখেন, নির্বাচনে বিজয়ের কৌশল হিসেবে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী রাশেদ খান বিএনপির প্রতীক ধানের শীষ নিয়ে ঝিনাইদহ-৪ আসন থেকে নির্বাচন করবেন।
অপরদিকে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর পটুয়াখালী-৩ আসনে দলীয় প্রতীক ট্রাক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
তিনি আরও উল্লেখ করেন, নির্বাচনে কার্যকর ভূমিকা রাখার লক্ষ্যেই এই কৌশলগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এসআর
মন্তব্য করুন: