[email protected] শনিবার, ১০ জানুয়ারি ২০২৬
২৭ পৌষ ১৪৩২

ঢাকা-৮ আসনে প্রার্থী হতে আগ্রহী হাদির বোন মাসুমা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০২৫ ১১:৩১ পিএম

সংগৃহীত ছবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন শহীদ শরিফ ওসমান হাদির বোন মাসুমা হাদি।

শুক্রবার (২৬ ডিসেম্বর) ঝালকাঠি বাসস্ট্যান্ড মোড়ে আয়োজিত এক মানববন্ধনে তিনি তার এ আগ্রহের কথা জানান।

মানববন্ধনের আয়োজন করেন মাসুমা হাদির সমর্থক ও শুভানুধ্যায়ীরা।
মানববন্ধনে বক্তারা বলেন, ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে প্রতিবাদ করায় শহীদ ওসমান হাদিকে প্রাণ দিতে হয়েছে।

তিনি আজীবন ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় সংগ্রাম করেছেন। বক্তারা আরও বলেন, সংসদে গিয়ে জনগণের পক্ষে এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলাই ছিল ওসমান হাদির লক্ষ্য।

কিন্তু তাকে হত্যা করে সেই কণ্ঠ স্তব্ধ করার চেষ্টা করা হয়েছে। তবুও তার আদর্শ ও সংগ্রাম থামানো যায়নি। 

মানববন্ধনে উপস্থিতরা বলেন, মাসুমা হাদির মাঝে তারা শহীদ ওসমান হাদির প্রতিচ্ছবি দেখতে পান। তারা চান, তিনি ঢাকা-৮ আসন থেকে সংসদ সদস্য প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিন। তাদের ভাষায়, এ দাবি শুধু সমর্থকদের নয়, সাধারণ মানুষেরও প্রত্যাশা।

এ সময় মাসুমা হাদি বলেন, “আমার ভাই ওসমান হাদির রক্তে অর্জিত এই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার সংগ্রাম অব্যাহত রাখতে চাই। তার স্বপ্ন ছিল রিকশাচালক, দিনমজুর, কৃষক ও শ্রমিকের কণ্ঠ হয়ে সংসদে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করা। তাকে হত্যার মাধ্যমে সেই লড়াই থামানো যায়নি।

তিনি আরও বলেন, ইনকিলাব মঞ্চের সহযোদ্ধারা যদি সিদ্ধান্ত নেন, তবে তিনি ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে প্রস্তুত।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর