[email protected] বৃহঃস্পতিবার, ৮ জানুয়ারি ২০২৬
২৫ পৌষ ১৪৩২

জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০২৫ ১১:১৫ পিএম

সংগৃহীত ছবি

জাতির বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাভারের জাতীয় স্মৃতিসৌধ ত্যাগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেলে বিএনপির পক্ষ থেকে নিয়ম অনুযায়ী ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন তিনি ও দলের শীর্ষ নেতারা।

রাত ১০টা ৪ মিনিটের দিকে তারেক রহমান জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে প্রবেশ করেন এবং প্রায় আধা ঘণ্টা সেখানে অবস্থান করেন। পরে রাত ১০টা ৩৩ মিনিটে তিনি স্মৃতিসৌধ ত্যাগ করেন।
তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে সাভার ও আশুলিয়াসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। ব্যানার ও ফেস্টুন হাতে কয়েক হাজার নেতাকর্মী স্মৃতিসৌধ প্রাঙ্গণে জড়ো হন।
এ সময় সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ, বিজিবি, আনসারসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়।

সাদা পোশাকেও দায়িত্ব পালন করেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।


শ্রদ্ধা নিবেদনকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর রায়, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, কেন্দ্রীয় কমিটির সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুসহ দলের স্থায়ী কমিটির সদস্য ও কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।


এর আগে একই দিন বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে তারেক রহমান ঢাকার শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পৌঁছে জিয়ারত করেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর