[email protected] শুক্রবার, ৯ জানুয়ারি ২০২৬
২৬ পৌষ ১৪৩২

ছাত্রশিবিরের নতুন সভাপতি যে ঘোষণা দিলেন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০২৫ ৯:২৫ পিএম

শিবির সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ২০২৬ সেশনের কেন্দ্রীয় সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন নুরুল ইসলাম সাদ্দাম।

দায়িত্ব গ্রহণের পর শুক্রবার (২৬ ডিসেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি বার্তা দেন তিনি।

পোস্টে নুরুল ইসলাম সাদ্দাম লেখেন, ‘হে রব্বে কারিম! শহীদের রেখে যাওয়া প্রিয় এই কাফেলার বিশাল দায়িত্বপালন আমাদের জন্য সহজ করে দাও।


তার এই বার্তায় মন্তব্য করেন ছাত্রশিবিরের বিদায়ী সভাপতি জাহিদুল ইসলাম। তিনি লেখেন, ‘আপনার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা। আল্লাহ আপনার নেতৃত্বে প্রিয় কাফেলাকে অনেক সামনে এগিয়ে নেবে, ইনশাআল্লাহ।


এর আগে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ছাত্রশিবিরের সদস্য সম্মেলনে তাকে সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়। একই সম্মেলনে সংগঠনটির সেক্রেটারি জেনারেল হিসেবে মনোনীত হন সিবগাতুল্লাহ সিবগা।
জানা গেছে, নবনির্বাচিত সভাপতি নুরুল ইসলাম সাদ্দামের বাড়ি খুলনার সোনাডাঙ্গা উপজেলায়। তিনি খুলনার দারুল কোরআন সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা থেকে দাখিল ও আলিম পরীক্ষায় উত্তীর্ণ হন।

পরে খুলনা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদে মানবসম্পদ ব্যবস্থাপনায় পেশাদার স্নাতকোত্তর ডিগ্রিতে অধ্যয়নরত।


সভাপতি নির্বাচিত হওয়ার আগে সাদ্দাম সংগঠনটির কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেলের দায়িত্ব পালন করেন। এর পূর্বে তিনি কেন্দ্রীয় দপ্তর সম্পাদক (২০২৪), সাহিত্য সম্পাদক (২০২৩), পরিকল্পনা ও উন্নয়ন সচিব (২০২২), শিক্ষা ও মানবসম্পদ উন্নয়ন সচিব (২০২০–২১) এবং খুলনা মহানগর শাখার সভাপতি (২০১৯–২০২০) হিসেবে দায়িত্ব পালন করেছেন।


অন্যদিকে, নবনিযুক্ত সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা ২০২৫ সেশনে ছাত্রশিবিরের দপ্তর সম্পাদক ছিলেন।

এর আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ছাড়াও কেন্দ্রীয় শিক্ষা, প্রকাশনা ও সাহিত্যসহ একাধিক সম্পাদকীয় পদে দায়িত্ব পালন করেন। জুলাই গণঅভ্যুত্থানে বিশেষ ভূমিকার জন্য তিনি একাধিকবার আলোচনায় আসেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর