[email protected] শুক্রবার, ৯ জানুয়ারি ২০২৬
২৬ পৌষ ১৪৩২

বাবার কবরের সামনে অশ্রুসিক্ত তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০২৫ ৭:৩৮ পিএম

দীর্ঘ দেড় যুগেরও বেশি সময় পর বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর

রহমানের কবরের সামনে দাঁড়িয়ে আবেগ ধরে রাখতে পারেননি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে তিনি দোয়া ও মোনাজাত করেন। মোনাজাত শেষে তাকে চোখের পানি মুছতে দেখা যায়।
শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে দলের শীর্ষ নেতাদের সঙ্গে নিয়ে তিনি জিয়াউর রহমানের কবর জিয়ারতে যান। প্রথমে দলের সিনিয়র নেতাদের সঙ্গে কবরের সামনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর মরহুমের আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
দলীয় আনুষ্ঠানিকতা শেষে তারেক রহমান একা কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে মোনাজাত শেষে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন।
এ সময় তার সঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, নজরুল ইসলাম খানসহ কেন্দ্রীয় পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
দলীয় সূত্র জানায়, ২০০৬ সালের সেপ্টেম্বরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে সর্বশেষ জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানিয়েছিলেন তারেক রহমান। পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি ও দীর্ঘ নির্বাসনের কারণে আর সেখানে যাওয়া সম্ভব হয়নি।
উল্লেখ্য, প্রায় ১৭ বছর পর সম্প্রতি দেশে ফেরেন তারেক রহমান। দেশে ফেরার পর তিনি দলের সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন এবং অসুস্থ মাকে দেখতে হাসপাতালে যান। পরে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর কর্মসূচি থাকলেও নিয়ম অনুযায়ী সূর্যাস্তের আগেই শ্রদ্ধা জানাতে হয়। এজন্য নির্ধারিত সময়ের মধ্যে তার পক্ষে দলের নেতারা শ্রদ্ধা নিবেদন করেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর