[email protected] বৃহঃস্পতিবার, ৮ জানুয়ারি ২০২৬
২৫ পৌষ ১৪৩২

তারেক রহমানের নিরাপত্তায় জিয়া উদ্যান ও জাতীয় স্মৃতিসৌধ এলাকায় বিজিবি মোতায়েন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০২৫ ৩:২৭ পিএম

সংগৃহীত ছবি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করতে রাজধানীর জিয়া উদ্যান, সাভারের জাতীয় স্মৃতিসৌধ এবং ঢাকা–আরিচা মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পর্যাপ্ত সংখ্যক বিজিবি মোতায়েন করা হয়েছে।


শুক্রবার (২৬ ডিসেম্বর) জুমার নামাজ শেষে তিনি প্রথমে শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন। পরে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন।
দীর্ঘ ১৭ বছর পর বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) লন্ডন থেকে দেশে ফেরেন তারেক রহমান। দেশে ফেরার একদিন পর এটিই তাঁর প্রথম কর্মসূচি।
জাতীয় স্মৃতিসৌধে তারেক রহমানের আগমন উপলক্ষে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সাভার গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন খান আনু জানান, স্মৃতিসৌধ এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা ও অন্যান্য প্রস্তুতির কাজ শেষ করা হয়েছে।
তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে সাভার এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। বিভিন্ন জেলা ও উপজেলা থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ইতোমধ্যে সেখানে জড়ো হতে শুরু করেছেন। স্থানীয় নেতারা জানিয়েছেন, শুক্রবার স্মৃতিসৌধ এলাকায় ৫০ হাজারের বেশি মানুষের সমাগম হতে পারে।
এদিকে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলাম বলেন, তারেক রহমানের কর্মসূচিকে কেন্দ্র করে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে লক্ষ্যে সার্বিক নিরাপত্তা জোরদার করা হয়েছে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকায় তারেক রহমানকে অভ্যর্থনা জানাতে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত হন। পরে রাজধানীর জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে (৩০০ ফিট এলাকায়) আয়োজিত গণসংবর্ধনায় তিনি ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনা ও একটি নিরাপদ, বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর