বড়দিন উপলক্ষ্যে বাংলাদেশসহ বিশ্বের সব খ্রিষ্টান ধর্মাবলম্বীদের
আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি সবার সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, বড়দিন খ্রিষ্টান সম্প্রদায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব। এই দিনটি মহান যিশু খ্রিষ্টের জন্মদিন হিসেবে পালিত হয়, যিনি মানবপ্রেম, ক্ষমা, করুণা ও ন্যায়ের শিক্ষা দিয়ে গেছেন। তার আদর্শ মানুষে মানুষে সম্প্রীতি গড়ে তোলার অনুপ্রেরণা দেয়।
তারেক রহমান আরও বলেন, সব ধর্মের মূল বাণী হলো মানুষের কল্যাণে কাজ করা। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে দেশ ও সমাজের মঙ্গল নিশ্চিত করতে একসঙ্গে কাজ করতে হবে। তিনি উল্লেখ করেন, বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, যেখানে সব ধর্মের মানুষ দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্মীয় আচার পালন করে আসছে।
তিনি হিংসা ও বিদ্বেষ পরিহার করে ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনের আহ্বান জানান। পাশাপাশি সমাজে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।
শেষে তিনি বলেন, মহামানবদের জীবনদর্শন অনুসরণ করতে পারলেই মানবজীবনে ন্যায়, শান্তি ও কল্যাণ প্রতিষ্ঠা সম্ভব। বড়দিনের সব আয়োজনের সফলতা কামনা করে তিনি শুভেচ্ছা বার্তা শেষ করেন।
এসআর
মন্তব্য করুন: