[email protected] বৃহঃস্পতিবার, ৮ জানুয়ারি ২০২৬
২৫ পৌষ ১৪৩২

দুদিন আগেই নেতাকর্মীদের ভিড়, ২০ লাখ মানুষের সমাগমের প্রস্তুতি

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২৫ ১০:০৫ পিএম

সংগৃহীত ছবি

দীর্ঘ প্রায় ১৮ বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

আগামী ২৫ ডিসেম্বর দুপুর ১২টায় স্ত্রী ও কন্যাসহ সপরিবারে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন।

বিমানবন্দর থেকে দলের স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে সরাসরি তিনি পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় নির্ধারিত সংবর্ধনাস্থলে যাবেন। সেখান থেকে তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে গুলশানের বাসভবনে যাওয়ার কথা রয়েছে।
তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ‘ঐতিহাসিক ও স্মরণীয়’ করে তুলতে নানা কর্মসূচি হাতে নিয়েছে বিএনপি। পূর্বাচলের ৩০০ ফিট এলাকা সংলগ্ন সড়কে জোরেশোরে চলছে সংবর্ধনা মঞ্চ তৈরির কাজ।
আজ মঙ্গলবার সরেজমিনে দেখা যায়, রাজধানীর কুড়িল থেকে সংবর্ধনা মঞ্চ এলাকা পর্যন্ত সড়কের দুই পাশে তারেক রহমানকে স্বাগত জানিয়ে ব্যানার ও ফেস্টুন টাঙানো হয়েছে।

কুড়িল মোড়ের কিছু দূরে সড়কের উত্তর পাশে দক্ষিণমুখী করে বাঁশ ও কাঠ দিয়ে নির্মিত হচ্ছে ৪৮ ফুট বাই ৩৬ ফুটের বিশাল মঞ্চ। মঞ্চের মূল কাঠামোর কাজ ইতোমধ্যে শেষ হয়েছে, এখন চলছে সাজসজ্জার কাজ। মঞ্চের দুই পাশে স্থাপন করা হয়েছে তাঁবু এবং সড়কের ল্যাম্পপোস্টে বসানো হচ্ছে মাইক।
নিরাপত্তা ব্যবস্থার বিষয়টি বিবেচনায় রেখে বিএনপি চেয়ারপারসনের সিকিউরিটি ফোর্স (সিএসএফ) সদস্যরা মঞ্চের কাজ তদারকি করছেন। মঞ্চের আশপাশে পুলিশের উপস্থিতিও লক্ষ্য করা গেছে।


মঞ্চের কাজ শেষ পর্যায়ে
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার জানান, তারেক রহমানকে সংবর্ধনা দিতে মঞ্চ নির্মাণের কাজ প্রায় শেষ পর্যায়ে। আশা করা হচ্ছে, এক-দুদিনের মধ্যেই সব প্রস্তুতি সম্পন্ন হবে।

দেশে ফেরার এখনও দুই দিন বাকি থাকলেও ইতোমধ্যে দেশের বিভিন্ন জেলা থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা ঢাকায় আসতে শুরু করেছেন। কুড়িল সংলগ্ন সংবর্ধনা মঞ্চ এলাকায় বিপুলসংখ্যক নেতা-কর্মীর উপস্থিতি দেখা গেছে।

অনেককে ফেসবুক লাইভ করতে দেখা যায়, আবার কেউ ‘মা-মাটি ডাকছে, তারেক রহমান আসছে’ কিংবা ‘বীরের বেশে তারেক রহমান, আসবে এবার বাংলাদেশে’—এমন স্লোগানে এলাকা মুখরিত করছেন।

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেন, ২৫ ডিসেম্বর তারেক রহমানকে স্বাগত জানাতে সারা দেশ থেকে নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষ ঢাকায় আসছেন। তাকে একনজরে দেখতে মানুষ অধীর অপেক্ষায় রয়েছে।

অভ্যর্থনা কমিটির আহ্বায়ক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানান, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন যেন একটি স্মরণীয় ও নজিরবিহীন ঘটনা হিসেবে ইতিহাসে স্থান পায়, সে লক্ষ্যেই সব আয়োজন করা হচ্ছে।

২৪ ডিসেম্বর থেকেই সারা দেশ থেকে নেতাকর্মীরা ঢাকায় আসতে শুরু করবেন। ঢাকার আশপাশের এলাকার নেতাকর্মীরা ২৪ তারিখ রাত ও ২৫ তারিখ সকালে ঢাকায় পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর