ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছয় নেতাকে গানম্যান দিয়েছে সরকার।
একই সঙ্গে নিরাপত্তা ঝুঁকিতে থাকা আরও কয়েকজন বিশিষ্ট ব্যক্তি ও রাজনৈতিক নেতাকেও সশস্ত্র নিরাপত্তার আওতায় আনা হয়েছে।
সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এ তথ্য জানান।
তিনি বলেন, সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
তবে আবেদনের পরিপ্রেক্ষিতে এনসিপির ছয় নেতা এবং প্রথম আলো ও ডেইলি স্টারের সম্পাদকসহ মোট ২০ জনকে গানম্যান দেওয়া হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গানম্যানপ্রাপ্ত এনসিপি নেতারা হলেন—দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা।
এছাড়া গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক মো. রাশেদ খানকেও গানম্যান দেওয়া হচ্ছে।
এদিকে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এবং জাতীয় পার্টি (জেপি) প্রধান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ব্যক্তিগত নিরাপত্তার জন্য ডিএমপির কাছে আবেদন করেছেন।
আবেদনের ভিত্তিতে কয়েকজন রাজনীতিককে শিগগিরই গানম্যান ও অস্ত্রের লাইসেন্স দেওয়া হবে বলে জানা গেছে।
পুলিশ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সক্রিয় নেতা-কর্মী ও সম্ভাব্য প্রার্থীদের নিরাপত্তা জোরদার করা হচ্ছে। তবে জনবল সংকটের কারণে সবাইকে গানম্যান দেওয়া সম্ভব নয়। ঝুঁকির মাত্রা অনুযায়ী নিরাপত্তা ব্যবস্থা নির্ধারণ করা হচ্ছে।
পুলিশের আইজি বাহারুল আলম বলেন, যারা বেশি ঝুঁকিতে আছেন তাদের সশস্ত্র রক্ষী দেওয়া হয়েছে। কম ঝুঁকিতে থাকা ব্যক্তিদের চলাচল ও নিরাপত্তা বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে।
এসআর
মন্তব্য করুন: