[email protected] মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
৯ পৌষ ১৪৩২

হাদিকে হত্যা ও পরবর্তী ঘটনাপ্রবাহ ছিল পূর্বপরিকল্পিত: নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২৫ ৮:২৭ পিএম

সংগৃহীত ছবি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে হত্যার ঘটনা এবং এর পর বাংলাদেশে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তা পূর্বপরিকল্পিত বলেই মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

সোমবার (২২ ডিসেম্বর) সংবাদপত্রের সম্পাদকদের সংগঠন সম্পাদক পরিষদ এবং সংবাদপত্র মালিকদের সংগঠন নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) আয়োজিত ‘মব ভায়োলেন্সে আক্রান্ত বাংলাদেশ’ শীর্ষক যৌথ প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, ‘শরিফ ওসমান হাদির একটি দুর্ঘটনা ঘটতে পারে এবং সেই ঘটনার পর বাংলাদেশে কী কী ঘটানো হবে—তার একটি সুস্পষ্ট পরিকল্পনা আগেই তৈরি ছিল। আমরা মনে করি, এর পেছনে আমাদের সবারই দায় রয়েছে। বিশেষ করে আমরা যারা জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলাম, আমাদের দায় আরও বেশি।’
তিনি আরও বলেন, বর্তমানে দেশে যা ঘটছে, তা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। বরং এটি একটি পরিকল্পিত অপরাধ, যার উদ্দেশ্য দেশের রাজনীতি ও নির্বাচনকে একটি নির্দিষ্ট দিকে প্রবাহিত করা।
প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার প্রসঙ্গ টেনে নাহিদ ইসলাম এসব ঘটনাকে অত্যন্ত দুঃখজনক বলে উল্লেখ করেন। তিনি অভিযোগ করেন, সরকারের ভেতরের একটি অংশ এসব ঘটনার সঙ্গে জড়িত।
নাহিদ বলেন, ‘আরও উদ্বেগজনক বিষয় হলো—যারা ওই রাতে প্রথম আলো, ডেইলি স্টারসহ বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলা চালিয়েছে, তারা জুলাই গণঅভ্যুত্থানের স্লোগান ব্যবহার করেই এসব সহিংসতার পক্ষে সমর্থন আদায়ের চেষ্টা করেছে। আমরা আগেই বলেছি, এই ঘটনার সঙ্গে সরকারের একটি অংশের সংশ্লিষ্টতা রয়েছে।’
সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘কারা এই ঘটনা ঘটিয়েছে, কারা এর পক্ষে পরিবেশ তৈরি করেছে এবং কারা সেই রাতে সেখানে উপস্থিত ছিল—সবই স্পষ্ট। এখন সরকারের দায়িত্ব হবে নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিচারের আওতায় আনা। এ জন্য আমাদের সবাইকে সরকারকে চাপ প্রয়োগ করতে হবে।’

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর