[email protected] সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
৮ পৌষ ১৪৩২

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে ইনকিলাব মঞ্চ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২৫ ১১:৩৩ পিএম

সংগৃহীত ছবি

আগামী দিনের কর্মসূচি ও দাবি জানাতে জরুরি সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ।

সংগঠনটি জানিয়েছে, সোমবার (২২ ডিসেম্বর) দুপুর ১২টায় ঢাকার শাহবাগে শহীদ হাদি চত্বরে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

রোববার (২১ ডিসেম্বর) ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে এ তথ্য জানানো হয়।

পোস্টে বলা হয়, দশ লক্ষাধিক মানুষের উপস্থিতি ও সম্মতিতে ঘোষিত ইনকিলাব মঞ্চের দুই দফা দাবির একটি দাবিও এখনো বাস্তবায়ন করা হয়নি।

পাশাপাশি স্বরাষ্ট্র উপদেষ্টা ও সহ-স্বরাষ্ট্র উপদেষ্টা সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে এ বিষয়ে কোনো ব্যাখ্যাও দেননি বলে অভিযোগ করা হয়।

ইনকিলাব মঞ্চের দাবি, সিভিল ও মিলিটারি গোয়েন্দা সংস্থার ওপর প্রধান উপদেষ্টার পূর্ণ কর্তৃত্ব নিশ্চিত করা হয়নি এবং এসব সংস্থা থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়নি।

পোস্টে আরও অভিযোগ করা হয়, অ্যাডিশনাল আইজিপিকে দিয়ে সংবাদ সম্মেলন করিয়ে শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডকে তুচ্ছ ও গুরুত্বহীন হিসেবে উপস্থাপন করা হয়েছে।

এতে নিহতের পরিবার ও আন্দোলনরতদের অনুভূতিতে আঘাত এসেছে বলে দাবি করা হয়।

এমন প্রেক্ষাপটে আগামীর কর্মসূচি ও দাবি জনগণের সামনে তুলে ধরতেই এই জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে ইনকিলাব মঞ্চ।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর