বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সামনে দেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ কাজ রয়েছে, তাই সবাইকে ঐক্যবদ্ধ ও সতর্ক থাকতে হবে।
বিএনপি কিংবা অন্য যে কোনো রাজনৈতিক দলের নেতাকর্মী যারা গণতন্ত্রে বিশ্বাস করেন—সবার দায়িত্ব দেশকে এগিয়ে নেওয়া।
রোববার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় বগুড়া শহরের শহীদ টিটু মিলনায়তনে জুলাই শহীদদের স্মরণে নির্মিত ডিজিটাল স্মৃতিস্তম্ভ উদ্বোধন অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনা করে বলেন, শহীদ হাদি গণতন্ত্র ও ভোটের রাজনীতিতে বিশ্বাসী ছিলেন।
জুলাইয়ের শহীদ, ৭১-এর মুক্তিযুদ্ধের শহীদ ও যোদ্ধাদের প্রতি সম্মান জানাতে হলে দেশের মানুষের শান্তি ও কল্যাণ নিশ্চিত করাই আমাদের একমাত্র লক্ষ্য হওয়া উচিত।
তার ভাষায়— “করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ।”
তারেক রহমান অভিযোগ করেন, স্বৈরাচারী সরকার দেশের প্রতিটি খাত ধ্বংস করেছে। দেশকে সেই ধ্বংসের কিনারা থেকে ফিরিয়ে আনতে কঠোর পরিশ্রমের বিকল্প নেই।
তিনি বলেন, সামনের দিনগুলো খুব সহজ নয়; দেশের বিভিন্ন স্থানে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে, এ বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।
তিনি আরও বলেন, প্রায় ২০ কোটি মানুষের জন্য মানসম্মত চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
ভবিষ্যৎ প্রজন্মের জন্য আধুনিক ও কার্যকর শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে, শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে এবং তরুণদের কর্মসংস্থান সৃষ্টি করতে হবে।
পাশাপাশি দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী—তাদের শিক্ষা ও অর্থনৈতিক ক্ষমতায়নের মাধ্যমে সমাজের মূলধারায় নিয়ে আসার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
এসআর
মন্তব্য করুন: