[email protected] রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
১৩ আশ্বিন ১৪৩২

জাতীয় নির্বাচন ঘিরে স্থগিত অমর একুশে বইমেলা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৫ ৮:৫২ পিএম

সংগৃহীত ছবি

অমর একুশে বইমেলা আপাতত স্থগিত করেছে বাংলা একাডেমি।

রোববার (২৮ সেপ্টেম্বর) মহাপরিচালকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২১ সেপ্টেম্বরের সিদ্ধান্ত অনুযায়ী, আসন্ন জাতীয় নির্বাচন শেষে বইমেলার আয়োজন করতে হবে। এ প্রেক্ষিতে প্রকাশক ও বিক্রেতাদের সংগঠন বাপুসসহ সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা করে বইমেলা ২০২৬-এর নির্ধারিত তারিখ স্থগিত করা হয়েছে।

বাংলা একাডেমি জানিয়েছে, প্রকাশক ও অংশীজনদের পরামর্শ নিয়ে পরবর্তী সময়ে নতুন তারিখ ঘোষণা করা হবে।

এর আগে, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন থাকায় ২০২৬ সালের অমর একুশে বইমেলা চলতি বছরের ১৭ ডিসেম্বর থেকে শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর