,
মাঝরাতে হঠাৎ ঘুম ভাঙে,
স্মৃতিরা যেন জানালায় দাঁড়িয়ে—
ডাকে এক ম্লান কণ্ঠে,
"চলো, ফিরে যাই অতীতে।"
দেখি—এক ফ্রেমভরা মুখ,
অপ্রকাশিত কিছু হাসি
আর রোদে পোড়া দুপুরের গল্প।
চুপ করে দেখি তোমার চিঠি,
ছেঁড়া কাগজে আঁকা একটি হৃদয়,
যেখানে লেখা—
"ভুলে যেও না আমায়…"
তবু তো সময় থেমে থাকে না,
প্রতিদিন কিছু হারাই, কিছু পাই।
তোমার নামটা এখনো
পুরনো বইয়ের পাতায় রয়ে গেছে।
স্মৃতির পিপঁড়েরা আসে—
মনের অন্ধকারে হেঁটে যায় দল বেঁধে।
তারা ব্যথা ফেলে যায় না,
ফেলে যায় বিষণ্নতা, নীরবতা।
হয়তো আর দেখা হবে না,
তবুও প্রতিদিন
তোমাকে একটু করে ফিরে পাই
ভাঙা স্মৃতির ভেতর
এসআর
মন্তব্য করুন: