গাজীপুরে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (১১ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে মহানগরের চক্রবর্তী এলাকায় কালিয়াকৈর–নবীনগর সড়কে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, রাত সাড়ে ১০টার দিকে একটি মোটরসাইকেলে করে দুজন যুবক এসে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বাসটির কাছে যায়।
কিছুক্ষণ পর তারা পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে যায়। আশপাশের লোকজন তাৎক্ষণিকভাবে এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
ওই সময় বাসে কোনো যাত্রী বা চালক না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। তবে আগুনে বাসটির কয়েকটি আসন ও যন্ত্রাংশ পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।
কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, মোটরসাইকেলযোগে আসা দুর্বৃত্তরা বাসটিতে অগ্নিসংযোগ করে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার তদন্ত চলছে।
উল্লেখ্য, একই দিন সন্ধ্যায় রাজধানীর পুরান ঢাকার সূত্রাপুরে ‘মালঞ্চ’ পরিবহনের একটি বাসে আগুন লাগে। তার আগের দিন সোমবার গভীর রাতে যাত্রাবাড়ী, উত্তরা ও বসুন্ধরা এলাকায়ও বাস ও গাড়িতে অগ্নিসংযোগের কয়েকটি ঘটনা ঘটে।
এসআর
মন্তব্য করুন: