 
                                                                        উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের মর্মান্তিক ঘটনায় নিহতদের স্মরণে আজ শুক্রবার (২৫ জুলাই) দেশের সব মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
জুমার নামাজের পর এই দোয়া ও মোনাজাত আয়োজনের আহ্বান জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (২৪ জুলাই) উপদেষ্টা পরিষদের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, অন্যান্য ধর্মের অনুসারীদের উপাসনালয়গুলোতেও সুবিধাজনক সময়ে নিহতদের আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।
প্রসঙ্গত, গত সোমবার (২১ জুলাই) দুপুরে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়। দুর্ঘটনার সময় ভবনে চলছিল পাঠদান কার্যক্রম। এতে প্রাথমিক ও মাধ্যমিকের শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী এবং অভিভাবকসহ প্রায় দেড় শতাধিক মানুষ হতাহত হন।
স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্যমতে, এ ঘটনায় এখন পর্যন্ত ৩২ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।
দেশজুড়ে শোকাবহ এই ঘটনায় নিহতদের আত্মার মাগফেরাত কামনায় সব ধর্মের মানুষকে নিজ নিজ উপাসনালয়ে অংশ নেওয়ার অনুরোধ জানিয়েছে সরকার।
এসআর
মন্তব্য করুন: