রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে শুরু হলো জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি।
মঙ্গলবার (১ জুলাই) সকাল সাড়ে ১০টায় রংপুরের পীরগঞ্জ উপজেলার জাফরপাড়ায় শহীদ আবু সাঈদের কবর জিয়ারত ও পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে কর্মসূচির সূচনা করেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। এ সময় শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে তারা শুনেছেন সেই আন্দোলনের পেছনের ত্যাগ ও বেদনার কথা। নেতারা প্রতিশ্রুতি দেন, শহীদ আবু সাঈদের আত্মত্যাগ কোনোভাবেই বৃথা যাবে না।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জ্যেষ্ঠ যুগ্ম সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ, তাসনিম জারাসহ আরও অনেকে।
কবর জিয়ারত ও শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাড়ে ১১টায় গাইবান্ধা অভিমুখে রওনা হন এনসিপির নেতাকর্মীরা। গাইবান্ধায় পথসভা ও জনসংযোগ কর্মসূচি শেষে তারা পৌঁছাবেন শহীদ আবু সাঈদের আত্মোৎসর্গের স্থান—রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে। সেখানে আয়োজিত হবে আরেকটি পথসভা।
পরবর্তীতে রংপুর নগরীর গুরুত্বপূর্ণ স্থানসমূহ—পার্কের মোড়, লালবাগ, শাপলা চত্বর ও জাহাজ কোম্পানির মোড় প্রদক্ষিণ করে টাউন হল চত্বরে অনুষ্ঠিত হবে পথসভা ও গণসংযোগ। দিনের শেষ কর্মসূচি হিসেবে সন্ধ্যায় এনসিপির সদস্য সচিব আখতার হোসেনের নির্বাচনী এলাকা রংপুরের কাউনিয়ায় আরেকটি পথসভায় অংশ নেবেন নেতাকর্মীরা।
এর আগে গত রোববার (২৯ জুন) রাজধানীর বাংলামটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির ঘোষণা দেন।
এসআর
মন্তব্য করুন: