[email protected] রবিবার, ১৮ মে ২০২৫
৪ জ্যৈষ্ঠ ১৪৩২

রাজশাহীতে ১৫ মে থেকে আম পাড়া শুরু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৭ মে ২০২৫ ৪:০৯ পিএম

সংগৃহীত ছবি

রাজশাহীতে আগামী ১৫ মে থেকে গুটি জাতের আম পাড়া শুরু করতে পারবেন চাষিরা।

বুধবার (৭ মে) বেলা সাড়ে ১১টায় রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত আম পরিবহন, বাজারজাতকরণ ও সংগ্রহ সংক্রান্ত এক মতবিনিময় সভায় এ তথ্য জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আফিয়া আখতার।

সভায় কৃষি কর্মকর্তা, আমচাষি, ব্যবসায়ী ও পরিবহন সংশ্লিষ্টদের উপস্থিতিতে 'ম্যাঙ্গো ক্যালেন্ডার' প্রকাশ করা হয়, যাতে আম সংগ্রহের নির্ধারিত সময়সূচি উল্লেখ রয়েছে। এর মাধ্যমে নিরাপদ, বিষমুক্ত ও পরিপক্ব আম বাজারজাত নিশ্চিত করার লক্ষ্যে সিদ্ধান্ত নেওয়া হয়।

ম্যাঙ্গো ক্যালেন্ডার অনুযায়ী নির্ধারিত সময়সূচি:

  • ১৫ মে: গুটি জাতের সব আম
  • ২০ মে: গোপালভোগ
  • ২৫ মে: রানীপছন্দ/লক্ষণভোগ
  • ৩০ মে: হিমসাগর/খিরসাপাত
  • ১০ জুন: বানানা ম্যাঙ্গো/ল্যাংড়া
  • ১৫ জুন: আমরুপালি/ফজলি
  • ৫ জুলাই: বারি আম-৪
  • ১০ জুলাই: আশ্বিনা
  • ১৫ জুলাই: গৌড়মতি
  • বছরজুড়ে: কাটিমন ও বারি আম-১১

এ বছর রাজশাহীতে ১৯ হাজার ৬০৩ হেক্টর জমিতে আমের চাষ হয়েছে। সম্ভাব্য গড় উৎপাদন ধরা হয়েছে প্রতি হেক্টরে ১৩ দশমিক ২৬ টন।

মোট উৎপাদনের পরিমাণ হতে পারে প্রায় ২ লাখ ৬০ হাজার ৬ মেট্রিক টন, যার বাজার মূল্য ধরা হয়েছে আনুমানিক ১ হাজার ৬৯৫ কোটি ৮৫ লাখ ৭৫ হাজার ৬২০ টাকা।

জেলা প্রশাসক আফিয়া আখতার বলেন, “নির্ধারিত সময় অনুযায়ী আম পাড়া শুরু হবে। তবে কোনো দুর্যোগপূর্ণ পরিস্থিতি তৈরি হলে চাষিরা উপজেলা নির্বাহী কর্মকর্তার অনুমতি সাপেক্ষে আগাম আম সংগ্রহ করতে পারবেন। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর