[email protected] বৃহঃস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫
২০ চৈত্র ১৪৩১

সাবেক সমন্বয়কের ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল!

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫ মার্চ ২০২৫ ১১:৫৯ পিএম

সাবেক সমন্বয়ক আশিকুর রহমান সিয়াম

পটুয়াখালীর গলাচিপা উপজেলায় এক ছাত্রপ্রতিনিধির মাদক সেবনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

পটুয়াখালীর গলাচিপা উপজেলায় এক ছাত্রপ্রতিনিধির মাদক সেবনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে আশিকুর রহমান সিয়াম নামে ওই শিক্ষার্থী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ছিলেন এবং বর্তমানে বিভিন্ন সরকারি ও বেসরকারি অনুষ্ঠানে ছাত্রপ্রতিনিধি হিসেবে অংশ নেন। ভিডিওটি ভাইরাল হওয়ার পর এটি নিয়ে সমালোচনার সৃষ্টি হয়েছে।

১৮ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, একটি অন্ধকারাচ্ছন্ন স্থানে আশিকুর রহমান সিয়াম মাদক সেবন করছেন। পাশেই আরেক ব্যক্তি ছিলেন, তবে তার চেহারা ভিডিওতে স্পষ্ট নয়।

এ ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা জানিয়েছেন, সংগঠনটির জেলা কমিটি আগেই বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। সাবেক সমন্বয়ক আহমেদ কাওসার ইবু বলেন, “এখন কেউ সংগঠনের সমন্বয়ক হিসেবে নেই। তাই কারও ব্যক্তিগত কর্মকাণ্ডের দায় সংগঠনের নয়, বরং ব্যক্তিকে নিজেকেই দায় নিতে হবে।”

ভিডিও প্রসঙ্গে আশিকুর রহমান সিয়ামের বক্তব্য জানতে চাইলে তিনি দাবি করেন, “ভিডিওটি এডিট করা হয়েছে এবং প্রতিপক্ষের অপপ্রচার।” এ বিষয়ে তিনি থানায় অভিযোগ দিয়েছেন বলেও জানান।

তবে গলাচিপা থানার পুলিশ সদস্যরা জানিয়েছেন, প্রাথমিকভাবে ভিডিওতে থাকা ব্যক্তির পরিচয় নিশ্চিত করা গেছে এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুর রহমান বলেন, “ভিডিওটি আমরা দেখেছি। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে, গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমান বলেন, “ছাত্রপ্রতিনিধি বাছাই স্থানীয়ভাবে দায়িত্বশীলরা করেন। সরকারি-বেসরকারি অনুষ্ঠানে আমন্ত্রণ দেওয়ার সময় এসব বিষয় যাচাই করা হয়ে থাকে।”

এই ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ ঘটনাটির যথাযথ তদন্ত ও ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন, অন্যরা এটিকে ব্যক্তিগত বিষয় হিসেবে দেখছেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর