[email protected] সোমবার, ৫ জানুয়ারি ২০২৬
২২ পৌষ ১৪৩২

মানিকগঞ্জে গণঅধিকারের প্রার্থী ইলিয়াছ হোসাইনের ব্যাপক জনসংযোগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২ জানুয়ারি ২০২৬ ২:৪৪ এএম

সংগৃহীত ছবি

মানিকগঞ্জ-১ সংসদীয় আসনে গণঅধিকার পরিষদ (জিওপি) মনোনীত ট্রাক প্রতীকের প্রার্থী মোহাম্মদ ইলিয়াছ হোসাইন নির্বাচনী কার্যক্রম জোরদার করেছেন।

মনোনয়নপত্র জমা দেওয়ার পর থেকেই তিনি এলাকার বিভিন্ন গ্রাম ও পাড়া-মহল্লায় গিয়ে সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করছেন। পাশাপাশি সামাজিক ও রাজনৈতিক নানা কর্মসূচিতে সরব উপস্থিতি দেখা যাচ্ছে তার।

 

দলের পক্ষ থেকে জানা গেছে, মোহাম্মদ ইলিয়াছ হোসাইন বর্তমানে গণঅধিকার পরিষদের মানিকগঞ্জ জেলা শাখার সহ-সভাপতির দায়িত্বে রয়েছেন।

 

একই সঙ্গে তিনি সৌদি প্রবাসী অধিকার পরিষদের সমন্বয়ক হিসেবে প্রবাসী বাংলাদেশিদের ন্যায্য অধিকার আদায়ে দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন। প্রবাস ও দেশের মানুষের বাস্তব অভিজ্ঞতা থেকেই রাজনীতিতে তিনি অধিকারভিত্তিক কার্যক্রমকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছেন বলে জানান।


গণসংযোগের সময় ইলিয়াছ হোসাইন বলেন, “গণঅধিকার পরিষদ মানুষের মৌলিক ও সাংবিধানিক অধিকারের পক্ষে অবস্থান নেয়। ভোট দেওয়া প্রতিটি নাগরিকের নিজস্ব অধিকার। কাউকে ভয় বা প্রলোভনের কাছে মাথা নত না করে পছন্দের প্রার্থীকে ভোট দিতে হবে।” তিনি ভোটারদের সচেতন হওয়ার পাশাপাশি ভোটাধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।


তিনি আরও বলেন, সাধারণ মানুষের দুঃখ-কষ্ট ভাগ করে নেওয়া, ন্যায্য অধিকার নিশ্চিত করা এবং বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যেই তিনি নির্বাচনে অংশ নিয়েছেন। গণসংযোগে সাধারণ মানুষের ইতিবাচক সাড়া তাকে নতুন আশার আলো দেখাচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর