ফেনী সদর উপজেলায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় দুর্বৃত্তদের অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
এতে ব্যাংকের ভেতরে থাকা তিনটি মোটরসাইকেলসহ কিছু আসবাবপত্র পুড়ে গেছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ভোর রাতে সদর উপজেলার শর্শদী বাজারে অবস্থিত গ্রামীণ ব্যাংকের ওই শাখায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, অফিসের কাজ শেষ করে ব্যাংক ভবনের দ্বিতীয় তলায় কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান করছিলেন।
রাত আনুমানিক ৪টার দিকে নিচতলায় আগুন লাগার বিষয়টি টের পান তারা। এ সময় নিরাপত্তা প্রহরী চিৎকার করলে দ্রুত সবাই নিচে নেমে আগুন নেভানোর চেষ্টা শুরু করেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। দ্রুত পদক্ষেপ নেওয়ায় আগুন বড় ধরনের ক্ষয়ক্ষতি ঘটাতে পারেনি।
গ্রামীণ ব্যাংক শর্শদী শাখার ব্যবস্থাপক অশোক কুমার দেবনাথ বলেন, “আমরা দ্রুত ওপর থেকে নিচে নেমে আগুন নেভানোর চেষ্টা করায় আগুন ছড়াতে পারেনি।
আগুনে সিঁড়িঘরে থাকা তিনটি মোটরসাইকেল এবং দুটি বসার বেঞ্চ পুড়ে গেছে।” এ ঘটনায় ফেনী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
ফেনী মডেল থানার ওসি (তদন্ত) সজল কান্তি দাস বলেন, গ্রামীণ ব্যাংকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।
ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দোষীদের শনাক্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এসআর
মন্তব্য করুন: