ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু, শান্তিপূর্ণ ও স্বচ্ছভাবে সম্পন্ন করতে সারাদেশের সব ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
যেসব ভোটকেন্দ্রে আগে থেকেই সিসি ক্যামেরা রয়েছে, সেগুলো সচল রাখার নির্দেশনা দেওয়া হবে।
আর যেসব কেন্দ্রে সিসি ক্যামেরা নেই, সেখানে ভোটের দিনের জন্য অস্থায়ীভাবে ক্যামেরা স্থাপন করা হবে। বিশেষ করে ঝুঁকিপূর্ণ ও গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রগুলোতে এই ব্যবস্থা নিশ্চিত করা হবে।
ইসি সূত্র জানায়, শুরুতে অতিরিক্ত ব্যয়ের আশঙ্কায় সব ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা ব্যবহারে কমিশন আগ্রহী ছিল না। তবে বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) একাধিক রাজনৈতিক দল সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সব কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের দাবি তোলে এবং কেউ কেউ লিখিত আবেদনও করে।
পরবর্তীতে মাঠপর্যায়ের তথ্য বিশ্লেষণে দেখা যায়, অধিকাংশ ভোটকেন্দ্রেই আগে থেকেই সিসি ক্যামেরা রয়েছে। ফলে সেগুলো সচল রাখলে অতিরিক্ত ব্যয় তেমন বাড়বে না। এ প্রেক্ষিতেই কমিশন চূড়ান্ত সিদ্ধান্ত নেয়।
সম্প্রতি ইসির সঙ্গে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার সচিব এবং বিভাগীয় প্রধানদের বৈঠকেও বিষয়টি আলোচনা হয়। পাশাপাশি গত ২৭ নভেম্বর আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকেও সব ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা ব্যবহারের বিষয়টি উঠে আসে।
এবার দেশের ৬৪ জেলায় ৩০০ আসনে মোট ৪২ হাজার ৭৬১টি ভোটকেন্দ্র চূড়ান্ত করা হয়েছে। এসব কেন্দ্রে মোট ২ লাখ ৪৪ হাজার ৭৩৯টি ভোটকক্ষ নির্ধারণ করা হয়েছে।
এছাড়া প্রাথমিকভাবে ১৪টি অস্থায়ী ভোটকেন্দ্র থাকবে।
পুলিশের স্পেশাল ব্রাঞ্চ (এসবি) ইসিকে জানিয়েছে, এবারের নির্বাচনে ৮ হাজার ২২৬টি কেন্দ্র ‘অধিক ঝুঁকিপূর্ণ’ এবং ২০ হাজার ৪৩৭টি কেন্দ্র ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত।
ইসি এসব কেন্দ্রকে ‘গুরুত্বপূর্ণ কেন্দ্র’ হিসেবে বিবেচনা করছে। কমিশনের মতে, সব কেন্দ্রে সিসি ক্যামেরা থাকলে ভোটারদের নিরাপত্তা বাড়বে এবং কোনো অনিয়ম ঘটলে দ্রুত ভিডিও ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।
ইসি আরও জানায়, যেসব কেন্দ্রে বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ নেই, সেখানে সংযোগ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে।
পাশাপাশি জেলা প্রশাসক, পুলিশ সুপার ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সরাসরি ভোটকেন্দ্র পরিদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি একই দিনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।
এসআর
মন্তব্য করুন: