[email protected] শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
৪ পৌষ ১৪৩২

নির্বাচন নিয়ে সৌদিতে অনুমতি ছাড়া সভা, কয়েকজন বাংলাদেশি আটক

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২৫ ৯:১৩ এএম

সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিদের জন্য সতর্কবার্তা

জারি করেছে রিয়াদের বাংলাদেশ দূতাবাস। দেশের বিভিন্ন এলাকায় অনুমতি ছাড়া বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা চালানোর ঘটনাকে কেন্দ্র করে কয়েকজন প্রবাসী বাংলাদেশিকে সৌদি কর্তৃপক্ষ আটক করেছে।

দূতাবাসের বরাতে জানানো হয়েছে, সম্প্রতি হোটেল, হলরুম বা ব্যক্তিগত বাসভবনে বিভিন্ন সংগঠনের ব্যানারে নির্বাচনী সভা-সমাবেশ, দলীয় প্রচারণা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর বা অপরাধমূলক তথ্য প্রচারের অভিযোগে এই ধরনের পদক্ষেপ নেয়া হয়েছে।

সৌদি আরবে থাকা সব প্রবাসীকে দূতাবাস বিশেষভাবে অনুরোধ করেছে, তারা অনুমোদন ছাড়া কোনো ধরনের সভা-সমাবেশ আয়োজন, রাজনৈতিক প্রচারণা বা সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচারে অংশ না নেবেন।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর