মহান স্বাধীনতার ৫৪ বছর পূর্তি উপলক্ষে এক অনন্য কীর্তি গড়েছে বাংলাদেশ।
একসঙ্গে ৫৪ জন প্যারাট্রুপার জাতীয় পতাকা হাতে স্কাই ডাইভিং করে বিশ্ব রেকর্ড সৃষ্টি করেছেন।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাজধানীর তেজগাঁও পুরোনো বিমানবন্দরসংলগ্ন প্যারেড গ্রাউন্ডে সশস্ত্র বাহিনীর উদ্যোগে এই ব্যতিক্রমধর্মী আয়োজন অনুষ্ঠিত হয়।
এটি বিশ্বের সর্বাধিক সংখ্যক পতাকা হাতে প্যারাস্যুটিং করার রেকর্ড হিসেবে স্বীকৃত।
‘টিম বাংলাদেশ’-এর ৫৪ জন প্যারাট্রুপার এই ঐতিহাসিক প্রদর্শনীতে অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কীর্তি প্রত্যক্ষ করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
এ উপলক্ষে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সমন্বয়ে একটি মনোমুগ্ধকর ফ্লাইপাস্ট মহড়া অনুষ্ঠিত হয়। বাংলাদেশ বিমানবাহিনীর বিভিন্ন যুদ্ধবিমান ও হেলিকপ্টার আকাশে কসরত প্রদর্শন করে দর্শনার্থীদের মুগ্ধ করে।
মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এই এয়ার শো দেখতে তেজগাঁওয়ের পুরোনো বিমানবন্দরে সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
বেলা ১১টার দিকে আগারগাঁওসংলগ্ন প্রবেশপথে দর্শনার্থীদের দীর্ঘ সারি দেখা যায়। নিরাপত্তা তল্লাশির মাধ্যমে সবাইকে ভেতরে প্রবেশ করানো হয়।
অনুষ্ঠানস্থলে সেনাবাহিনী, বিমানবাহিনী ও বিজিবির সদস্যরা সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করেন।
এসআর
মন্তব্য করুন: