আগামী সরকারকে অবশ্যই শক্তিশালী ম্যান্ডেটের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
তিনি বলেন, ম্যান্ডেট দুর্বল হলে অনেক গুরুত্বপূর্ণ কাজ বাস্তবায়ন করা সম্ভব হবে না। শক্তিশালী ম্যান্ডেট অর্জনের জন্য জনগণের সমর্থন অপরিহার্য।
রোববার (১৪ ডিসেম্বর) রাতে বিএনপি আয়োজিত ‘আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও জনপ্রত্যাশা’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
রাজধানীর লেকশোর হোটেলে অনুষ্ঠিত এ সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন তারেক রহমান।
তিনি বলেন, নির্বাচিত সরকারের প্রথম ও প্রধান দায়িত্ব হবে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা।
পাশাপাশি আগামীর রাষ্ট্র পরিচালনায় নীতি ও আইনের শাসনকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।
অতীতে অনেককে অন্যায্য সুবিধা দেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, দুর্নীতির লাগাম টেনে ধরতে কার্যকর উদ্যোগ নিতে হবে।
তারেক রহমান আরও বলেন, নতুন বাংলাদেশ গড়তে দেশের পেশাজীবী ও বিশিষ্টজনদের এগিয়ে আসতে হবে।
রাষ্ট্র পরিচালনায় সঠিক সিদ্ধান্ত গ্রহণের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, সব সময় জনপ্রিয় সিদ্ধান্তই যে সঠিক হবে—তা নয়; বরং দেশের স্বার্থে সঠিক সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।
এসআর
মন্তব্য করুন: