ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে
বাংলাদেশে সন্ত্রাসী তৎপরতায় উসকানি দেওয়ার সুযোগ সৃষ্টি এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ব্যাহত করার চেষ্টার অভিযোগ তুলে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
রোববার (১৪ ডিসেম্বর) প্রকাশিত এক সরকারি বিবৃতিতে জানানো হয়, বৈঠকে ভারতীয় দূতের কাছে শেখ হাসিনার উসকানিমূলক বক্তব্য ও কর্মকাণ্ড নিয়ে বাংলাদেশের গভীর উদ্বেগ তুলে ধরা হয়। একই সঙ্গে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দ্রুত বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার আহ্বান জানানো হয়।
বিবৃতিতে উল্লেখ করা হয়, ভারতে অবস্থানরত আওয়ামী লীগ–সংশ্লিষ্ট ব্যক্তিদের মাধ্যমে বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়ায় বাধা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে—এ বিষয়েও ভারতীয় রাষ্ট্রদূতের দৃষ্টি আকর্ষণ করা হয়। এসব কর্মকাণ্ড বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বাংলাদেশে প্রত্যর্পণের জন্য ভারত সরকারের সহযোগিতা কামনা করা হয়।
এছাড়া ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় জড়িত সন্দেহভাজনরা যাতে ভারতে পালিয়ে যেতে না পারে, সে বিষয়ে ভারতের সহায়তা চাওয়া হয়েছে। যদি কেউ ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করে থাকে, তবে তাদের দ্রুত গ্রেপ্তার করে বাংলাদেশে ফেরত পাঠানোর অনুরোধ জানানো হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় আশা প্রকাশ করে জানায়, প্রতিবেশী রাষ্ট্র হিসেবে ভারত ন্যায়বিচার প্রতিষ্ঠা ও গণতান্ত্রিক প্রক্রিয়া সুরক্ষায় বাংলাদেশের জনগণের পাশে থাকবে।
অন্যদিকে, বৈঠকে ভারতীয় হাইকমিশনার জানান, ভারত বাংলাদেশে একটি শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন প্রত্যাশা করে এবং এ লক্ষ্যে প্রয়োজনীয় সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছে।
এসআর
মন্তব্য করুন: