মহান বিজয় দিবস উপলক্ষে তেজগাঁওয়ের পুরাতন বিমানবন্দর
ও এর আশপাশের এলাকায় ড্রোন উড়ানো থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
রোববার দুপুরে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এক আনুষ্ঠানিক বার্তায় জানান, নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে উক্ত এলাকায় ড্রোন ব্যবহার না করার জন্য সকলের সহযোগিতা কামনা করা হচ্ছে।
তিনি বলেন, বিজয় দিবসের অনুষ্ঠান ও সার্বিক নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে এই নির্দেশনা দেওয়া হয়েছে।
এসআর
মন্তব্য করুন: